Header Image

বেশি দামে সেবলন বিক্রয় করায় ৬হাজার টাকা জরিমানা

মৃদুল ধর ভাবন, আশুলিয়াঃ

আশুলিয়ার বগা বাড়ী বেশি দামে সেবলন বিক্রয় করায় সততা কমিউনিটি ফার্মাসীকে ৬হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমান আদালত ।৭এপ্রিল রোজ বৃৎস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর নেতৃত্বে এ অভযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান গোপন সংবাদ পেয়ে সততা কমিউনিটি ফার্মাসীতে অভিযান চালানো হয় । ঘটনার সত্যতা যাচাই করে ৬হাজার টাকা জরিমানা করা হয়.
তিনি আরও জানান, নির্দেশে মাস্ক, স্যানিটেশন কিটস এবং অন্যান্য সংক্রামক রোগ-প্রতিরোধমূলক সামগ্রীর যেন কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং বেশি দামে যেন বিক্রয় করা না হয় সেজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!