Header Image

শিশুটির সন্ধান চায় শ্রীপুর থানা পুলিশ

 

মোঃআল-আমিন, গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর থানাধীন নয়নপুর এলাকা থেকে আশিক (০৬) নামের এক শীশুকে উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

শিশুটি জানায় তার পিতার নাম মো:লিটন মাতা-আশা বাড়ী বরিশাল।এর বেশি কিছু বলতে পারছে না।
শিশুটি বর্তমানে শ্রীপুর মডেল থানা পুলিশ হেফাজতে রয়েছে ।
পুলিশ জানায়, যদি কোন ব্যাক্তি উক্ত শিশুটির পরিচয় জানতে পারেন তাহালে( থানায়র) উক্ত 01758-851484 নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!