মৃদুল ধর ভাবন,আশুলিয়াঃ
এতিম দুস্থ্যও সম্মানীত ব্যক্তিদের নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ আশুলিয়া থানা কমিটির ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করে ।শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ এর আশুলিয়া অফিসে অনুষ্ঠিত হয় ।মোঃ সুরুজ বেপারীর সভাপতিত্বে রাজা মোল্যার সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিল আয়োজন করা হয় ।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মামুন রানা সহ সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ আশুলিয়া থানা কমিটি. ।কার্যকরী সদস্য সভাপতি সামচ্ছু মিয়া. কামরুল হাসান.সিনিয়ার সহ সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ.আনোয়ার হোসেন সিনিয়ার সহ সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ .আলমগীর হোসেন.ইদ্রিস আহমেদ.নুরনবী.সাহাদৎ হোসেন শাকিল আহমেদ লেলিন.সেলিম হাসান তুহীন .রেজাউল করিম.রবিউল ইসলাম রবি সহ গন্যমান্য বক্তিবর্গ।