Header Image

কুমিল্লায় মুরাদনগর করোনার প্রাদুর্ভাবে ঘর বন্দি হয়ে পড়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

রনি অাহমেদ:

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানায় টনকী গ্রামের ৫নং ওয়ার্ডে মাহে রমজান উপলক্ষ্যে করোনার প্রাদুর্ভাবে ঘর বন্দি হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে বাংগরা বাজার থানার টনকী বাজারে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএর নির্দেশনায় টনকী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক আনিসুর রহমান তানিম, ইউনিয়ন যুবলীগের সদস্য মোঃ সোহেল, রুহুল আমিন, জসিম উদ্দিন, ফয়সালের নেতৃত্বে, প্রবাসী ও এলাকার কিছু বিত্তবানদের সহযোগীতায় ৫ নং ওয়ার্ডের প্রায় ২০০ পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো আলু, ছোলা বুট, বুটের ডাল, তেল, পেয়াজ ও মুড়ি৷

এ সময় উপস্থিত ছিলেন, টনকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসাইন সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ হানিফ সরকার, সাবেক মেম্বার মোঃ শহীদুল ইসলাম, নুরুল ইসলাম, ডা. খলিলুর রহমান, রহিম সরকার, আরিফ,হাসান, খোকন, বাংগরা বাজার থানা রক্তদান সংগঠনের সাধারন সম্পাদক আফসার প্রমূখ।

এ সময় টনকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসাইন সরকার মুরাদনগরের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি মহোদয়ের নির্দেশে যুবলীগ ও প্রবাসীদের উদ্যোগে প্রায় ২০০ টি নিম্নবিত্ত পরিবারকে ইফতার সামগ্রী দেওয়ার এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন৷

টনকী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক আনিসুর রহমান তানিম বলেন, করোনার সংকটময় মুহুর্তে টনকী ইউনিয়নে যাতে একজন মানুষও না খেয়ে থাকে সেজন্য এমপি সাহেবের নির্দেশে টনকী ইউনিয়ন আওয়ামী যুবলীগ সার্বক্ষনিক কাজ করে যাবে৷
তিনি আরো বলেন মাননীয় এমপি মহোদয় বলেছেন যতদিন দেশে এই সংকট থাকবে ততদিন পর্যন্ত সকল প্রকার সহায়তা প্রদান অব্যাহত রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!