Header Image

ভয় নাই সুখ দুংখে আছি আপনাদের পাশ্বে সহসভাপতি আশুলিয়া থানা সেচ্ছাসেবক লীগের মনির হোসেন

মৃদুল ধর ভাবন,আশুলিয়া সাভারঃ

ঢাকার নিকটবর্তী আশুলিয়া থানা সেচ্ছাসেবকলীগের সহসভাপতি মনির হোসেন দিনভর করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেন। বৃহস্পতিবা ত্রাণ বিতরণ কালে তিনি উপস্থিত অসহায় দুস্থ্য ও সল্প আয়ের সকলের উদ্দেশে বলেন, ‘করোনায় ভয় নেই। সচেতন হয়ে জীবন-যাপন করুন, সুখে-দুঃখে আমি আপনাদের পাশে আছি।যতদিন এ করোনা ভাইরাস থাকবে ততদিন আমি আমার সধ্যমতো খাদ্য সামগ্রী দিবো আপনাদের ।আশুলিয়ার বিভিন্ন এলাকায় ত্রাণ দেওয়ার সময় একথা বলেন । রাতের আধারে মানুষের বাড়ী বাড়ী গিয়া অসহায় ও দুস্থ্য মানুষের বাসায় খাদ্য সামগ্রী পৌছিয়ে ছিচ্ছেন ।তিনি আরো বলেন যে কোণ লোক বিপদে থাকলে আমার বাসায় আসলে খাদ্য সামগ্রী নিতে পারবেন ।আসুন আমরা সকলে ঘরে থাকি দেশএবং দেশের মানুষ কে বাঁচাই সকলে মিলে । যার যতটুকু সমর্থ আছে আমরা তাই দিয়ে অসহায় ও দুস্থ্য মানুষদের সহযোগিতা করি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!