Header Image

ময়মনসিংহে অনিয়ম ঠেকাতে জেলা প্রশাসনের উদ্যোগে কমিউনিটি ইন্সপেকশন টুল চালু।

 

আরিফ রববানীঃ

দুর্ণীতি ও অনিয়ম ঠেকাতে সঠিক তথ্যের ভিত্তিতে শতভাগ হয়রানিমুক্ত পরিবেশে ও সরকার নির্ধারিত রেশন কার্ড প্রকৃত সুবিধাভোগীদের মাঝে বিতরণে সামাজিক নিরাপত্তা কর্মসূচি কমিউনিটি ইন্সপেকশন টুল নামক এক অভিনব পদ্ধতি চালু করেছে ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান। অনিয়ম দুর্ণীতি ঠেকাতে জেলা প্রশাসনের পরিকল্পনায় ও বাস্তবায়নে এই পদ্ধতি চালু করা হয়েছে। এই পদ্ধতিতে স্ব-স্ব ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির নির্বাচিত উপকারভোগীদের মধ্যে ভুয়া, বেনামী, মৃত বা একই পরিবারের একাধিক সদস্যদের চিহ্নিত করতে সহায়তা করা সহজ হবে। জেলা প্রশাসন সুত্রে জানা গেছে- এই পদ্ধতিতে প্রথমে পরীক্ষামূলক ভাবে ফুলপুর উপজেলার ছনধরা, পয়ারী, ফুলপুর, বউলা, ভাইটকান্দি ইউনিয়ন এর উপকারভোগীদের তথ্য তথ্য আপলোড করা হয়েছে । পরবর্তীতে অন্যান্য সকল উপজেলার ইউনিয়ন ও পৌরসভার উপকারভোগীদের তথ্য যুক্ত করা হবে।

এ ব্যাপারে জেলা প্রশাসক মিজানুর রহমান জানান- উক্ত পদ্ধতিতে অনিয়ম ঠেকাতে সকলের মতামতের ভিত্তিতে উপকারভোগীদের তালিকা হালনাগাদ করা হবে এবং কোন প্রকার অনিয়ম হলে সংশ্লিষ্ট ডিলারসহ অন্যান্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপকার ভোগীদের তথ্যে কোন প্রকার দুর্ণীতি ও অনিয়ম হলে কারো কোন প্রকার অভিযোগ থাকলে প্রথমে প্লে-স্টোর থেকে অথবা https://bit.ly/cit_mym লিংক এ ক্লিক করে
এপটি ইন্সটল করে নিজের এলাকা নির্বাচন করে উক্ত এলাকার সকল সুবিধাভোগীর তথ্য দেখে যদি আপনার মনে হয় কারো নাম ভুয়া, কোন ব্যাক্তি সুবিধা পাওয়ার যোগ্য নয়, মৃত বা উক্ত এলাকার নয়- তাহলে ঐ নামের উপর ট্যাপ করতে হবে । অভিযোগ লেখার ঘরে আপনার অভিযোগ লিখুন। কারো অভিযোগ থাকলে তা যাচাই বাছাই করে কর্তৃপক্ষ উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করবেন এবং সেই সাথে নিরাপত্তার স্বার্থে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন করা হবে। এ ব্যাপারে সকলের সহায়তা প্রত্যাশা করেছেন জেলা প্রশাসক মিজানুর রহমান।

এব্যাপারে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান-আমরা ১০টি ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ১০টাকা কেজি চালের তালিকা এক্সেল শীটে তৈরি করেছি,নীতিমালার আলোকে সম্পুর্ন যাচাই বাছাই করে এখন এই তালিকায় কারো কোন অবজেকশন আছে কি না তা ওপেন করতে এই কমিউনিটি ইন্সপেকশন টুলে আপলোড করা হচ্ছে। এতে করে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। তিনি আরো জানান-আমরা ভোটার আইডিতে দেওয়া QR code স্কেন করে চাল বিতরণের বিষয়ে একটা এপ্লিকেশনে সফটওয়্যার চালু করার বিষয়ে কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!