Header Image

ময়মনসিংহে অভাবী ও কর্মহীনদের সহায়তা দিচ্ছেন জাপা নেতা মুসা সরকার।

 

ষ্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহে করোনার প্রাদুর্ভাবে অসহায় দরিদ্র কর্মহীনদের মাঝে নিয়মিত খাদ্য সহায়তা সহ আর্থিক সহায়তা দিচ্ছে সদর উপজেলার সাবেক আকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু মুসা সরকার। পাশাপাশি তিনি সকলকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও যার যার ঘরে অবস্থান করতে অনুরোধ জানিয়ে যাচ্ছেন । নিয়মিত তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে তার নিজ বাসার সামনে থেকে এই সহায়তা প্রদান করছেন জাপা নেতা আবু মুসা সরকার।

করোনা ভাইরাস ইস্যুতে ময়মনসিংহের বিভিন্ন শ্রেনী পেশার কিছু মানুষ কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে। তিন বেলা খাবার জোগাড় করা তাদের পক্ষে কষ্টকর। ওই অবস্থায় খাদ্য সংকটে আছে নিম্ন শ্রেণীর মানুষ। ঠিক এই সময়ে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আবু মুসা সরকার।

ময়মনসিংহে সরকারি বা বেসরকারি অনেক সহযোগিতা দেওয়া হয়েছে। তার পরেও যারা ঐসব সহযোগিতা বঞ্চিত হয়ে না পেয়ে অর্ধাহার ও অনাহারে জীবনযাপন করছিলেন মুসা সরকার সেসব অভাবীদের খোজ নিয়েও তাদের কে সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান ওই এলাকার নিম্ন আয়ের মানুষেরা।

মুসা সরকার বলেন, ময়মনসিংহেট নিম্ন আয়ের মানুষের মধ্যে সহযোগিতা পৌঁছে দিচ্ছি । তিনি আরো বলেন অভাবগ্রস্থদের সহায়তায় আমি এবং আমার কর্মীরা পর্যায়ক্রমে নগরীসহ বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষ গুলোর কাছে পৌঁছে দিচ্ছি এই সহায়তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!