Header Image

ময়মনসিংহে ভেজাল ও মেয়াদহীন ঔষধ বিক্রেতাকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

 

আরিফ রববানীঃ

ময়মনসিংহে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল ঔষধ সহ তিন জনকে আটক করেছে র্যাব-১৪ । শুক্রবার ৮ই মে ময়মনসিংহের চরপাড়া এলাকায় একটি ফার্মেসীতে অপসোনিন ফার্মা লিমিটেড এর ফিনিক্স-২০, বেক্সিমকো লিমিটেড এর নাপা এক্সট্রা” ও নাপা সিরাপ” ও ডাইজেসিড প্লাসসহ বিভিন্ন নামিদামী কোম্পানির ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করার দায়ে ফার্মেসির মালিক আনিসুজ্জামান মিলন কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ ৫০,০০০ টাকা (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম (প্রিন্স)।

কিছু অসাধু ব্যবসায়ী নগরীর ভাটিকাশর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির নামিদামি মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল ঔষধ বিভাগীয় নগরী ও জেলা উপজেলা গুলোতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ফার্মেসী গুলোতে সরবরাহ করে আসছিল এমন সংবাদের ভিত্তিতে নগরীর ভাটিকাশর এলাকায় র‌্যাব-১৪ মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজনকে আটক করে। ভেজাল ঔষধ সরবরাহ করার দায়ে ও বিক্রির সাথে জড়িত মোঃ আবুল কালামকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং তার সহযোগী মো: আখতারুজ্জামান কে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় র‌্যাব-১৪ ময়মনসিংহের সিনিয়র এএসপি হাফিজুল ইসলাম, সিনিয়র এএসপি তৌফিকুল আলম, সিনিয়র এ এসপি জুনাঈদ আফ্রাত,ড্রাগস ইন্সপেক্টর আঃ বারী ও র‌্যাবের অন্যান্য কর্মকর্তা সাংবাদিক সহ আরোও অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!