স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহে প্রাইভেট পড়ানোর টাকায় ইফতার বিতরন করছেন ছাত্রনেতা আকাশ মারুফ। নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে রোজার শুরু থেকেই ইফতার বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছেন আকাশ। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আকাশের প্রশংসা করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়াও তিনি রক্তদানসহ নানা সামাজিক কাজে জড়িত থেকে সাধারন মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন।
ছাত্রনেতা আকাশ মারুফ বলেন, অসহায় মানুষের কষ্ট দেখলে নিজের মধ্যে সহযোগিতার আকাঙ্খা সৃষ্টি হয়। তাই নিজের সাধ্য অনুযায়ী মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি। সকলের দোয়া ও ভালোবাসায় তার এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান আকাশ মারুফ।