Header Image

সোঁনারগায়ে ওসি মনিরের নেতৃত্বে কর্মহীন ক্ষুধার্তদের মাঝে পুলিশের ত্রান বিতরণ।

 

আরিফ রববানীঃ

নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানা পুলিশের আয়োজনে ওসি মনিরুজ্জামান মনিরের সার্বিক ব্যবস্থাপনায় কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে।

করোনার ছোবলে সারা দেশে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। সরকারের পক্ষ থেকে নির্দেশনা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবেনা। এমতাবস্থায় গরীব হত-দরিদ্র অসহায় মানুষেরা কাজ না করতে পেরে ক্ষুধার জ্বালায় ভূগছে। গরীব অসহায় মানুষেরা ক্ষুধাকে সঙ্গী করে কষ্টে দিন রাত কাটাচ্ছেন,কোথাও ত্রাণ সামগ্রী দেওয়ার খবর শুনলেই অসহায় মানুষের ভিড় জমে, নামে ঢল। এমন পরিস্থিতিতে করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে।

তাই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জাহিদুল আলম(পিপিএম)এর নির্দেশে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে কর্মহীন, অসহায়,দরিদ্র পরিবারের মাঝে সামাজিক দুরত্ব নিশ্চিত করে চাল,ডাল,আলু,পিয়াজ, ভোজ্য তেল,মুড়ি বুটসহ নিত্য প্রয়োজনী খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হচ্ছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির স্বশরীরে উপস্থিত থেকে প্রতিদিনই সোনারগাঁ থানা থেকে গরিব, কর্মহীন,দুস্থ ও অসহায়দের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করছেন।

সোঁনারগাও থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান,করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের নিষেধাজ্ঞা মান্য করে গণ পরিবহন চলাচল বন্ধ রাখার ওপর পুলিশের নজর রয়েছে,নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম এর পক্ষ থেকে লোকদেরকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে অসহায়দের মধ্যে নিজ নিজ বাড়িতে থাকা নিশ্চিত করতে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে। কর্মহীন মানুষ যেন সঠিকভাবে ত্রান সহায়তা পায় সে ব্যাপারে পুলিশ সহযোগীতা করছে। করোনা মোকাবেলায় সকলকে সচেতন হয়ে ঘরে থাকার আহবানও জানান তিনি। তিনি আরো বলেন থানা- চলমান এই দুর্যোগে যাতে কাউকে খাদ্য সংকটে পড়তে না হয় সে লক্ষে সোঁনারগা পুলিশের পক্ষ থেকে এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!