
ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহ শহরে গাঙ্গিনারপাড় দূর্গাবাড়ী রোড পথচারীদের মাঝে ইফতার বিতরন করেন বিরোধীদলীয় নেএী রওশন এরশাদ এর পক্ষে জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর জাতীয় পাটির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী নিজ তহবিল থেকে বিতরন করেন। উক্ত বিতরনের সময় অবস্থিত ছিলেন মহানগর জাতীয় পাটিয় সভাপতি জাহাঙ্গীর আহমেদ ও কালাম,সেলিম,সোহান ও আরো অন্যান্য নেতা কর্মী অবস্থিত ছিলেন। এবং তিনি বলেন এরকম পথচারীদের মাঝে আমরা আবার ইফতার বিতরন চালিয়ে যাবো যাতে গরীব মানুষ গুলো অনাহারে না থাকে। ইদ্রিস আলী উনার নিজ এলাকায় এান বিতরন করেছে উনি সব সময় গরীব দুখী মানুষের নেতা। গরীবদের পাশে সব সময় পাওয়া যায়।