
কামরান হাবিব, রংপুর :
রংপুরের গর্ভ ও বাংলাদেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ জামাতা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১১তম মৃত্যু বার্ষিকী আজ ৯ মে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ বছর করোনা পরিস্থিতি বিবেচনায় সব আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়।
প্রয়াত এই পরমাণু বিজ্ঞানীর মৃত্যুবার্ষিকী পালনে জেলা প্রশাসন, রংপুর ও উপজেলা প্রশাসন, পীরগঞ্জ বিভিন্ন কর্মসূচি পালন করে। এসব কর্মসূচির মধ্যে ছিল বিশিষ্ট এই বিজ্ঞানীর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ , ফাতেহা পাঠ ও জিয়ারত, মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল। করোনা সংক্রমণের প্রেক্ষিতে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা প্রশাসন মসজিদে সীমিত আকারে বাদ আছর আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। এসকল কর্মসুচীকে সফলভাবে বাস্তবায়ন করতে দায়িত্বশীল ভুমিকা পালন করেন রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। এছাড়াও পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার টিএমএস মমিন সার্বিক দায়িত্ব পালন করেছেন। এসময় আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকেও করোনা পরিস্থিতির কথা ভেবে সামাজিক দুরত্ব বজায় রেখে তার কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে কবর জিয়ারত করেন।