Header Image

কণ্ঠ নকল করে প্রতারণা, প্রতারক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

নিজেকে কখনও সচিব, কখনও পুলিশ অফিসার, ডিসি, ইউএনও আবার কখনও সরকারি দলের নেতা পরিচয়ে কণ্ঠ নকল করে বিকাশে টাকা আদায়কারী স্বপন মন্ডল (৩৫) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত স্বপন মন্ডল  ভালুকা উপজেলার উড়াহাটি গ্রামের মৃত সালাহ উদ্দিন মন্ডলের ছেলে।

ডিবি পুলিশ সূত্র জানায়, আটক হওয়া স্বপন মন্ডল সচিব, পুলিশ অফিসার, ডিসি, ইউএনও, জেলার, ওয়াসা কর্তৃপক্ষ, রাজনৈতিক ব্যক্তিবর্গের পরিচয় দিয়ে কণ্ঠ নকল করে চলমান করোনা পরিস্থিতিতে ত্রাণ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন অফিস, ব্যবসায়ী নেতাকর্মীদের প্রতারিত করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল। এ ছাড়া চাকরি, বদলিসহ বিভিন্ন বিষয়ে সে লোকজনের কাছ থেকে প্রতারণা করে টাকা নিত।

জেলা ডিবি ওসি শাহ কামাল আকন্দ বলেন,  সোমবার (১১ মে) ভোরে জেলা ডিবি পুলিশ স্বপন মন্ডলকে ময়মনসিংহ নগরীর পাটগুদাম মহল্লা থেকে গ্রেপ্তার করে। তার কাছ থকে বিকাশের ৬০ হাজার টাকা উদ্বার করা হয়েছে। এ টাকা ভালুকা পৌরসভা কাউন্সিলর বিল্লাল ফকিরের নিকট থেকে প্রতারণা করে নিয়েছিল। এ ছাড়া তার ব্যবহার করা দুটি মোবাইলে গত কয়েকদিনে অন্তত ১৪টি সিম ব্যবহার করা হয়েছিল। যেসব নম্বর থেকে প্রতারণা করা হয়েছিল ডিবি পুলিশ সেসব নাম্বার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে ভুক্তভোগীদের যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

প্রতারক স্বপন মন্ডলের বিরুদ্ধে কোতোয়ালী এবং ভালুকা থানায় পৃথক দুটি মামলা হলে জেলা ডিবি পুলিশ তদন্তে নামে। এক পর্যায়ে ডিবি পুলিশ স্বপন মন্ডলের সন্ধান পায়। আজ ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!