মৃদুল ধর ভাবন,আশুলিয়াঃ
ঢাকার নিকটবর্তী করোনা ভাইরাসকে মোকাবেলায় শিল্পঞ্চাল আশুলিয়ায় তৈরি পোশাকদের শ্রমিকদের এপ্রিল মাসের বাড়ী ভাড়া বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন আশুলিয়া থানা অফির্সাস ইনর্চাজ শেখ রেজাউল হক দিপু একটি বিশেষ জরুরী ঘোষণা সম্মানিত আশুলিয়ার সকল বাড়ির মালিকদের এই মর্মে অনুরোধ করা হচ্ছে যে .যেসব বাড়িতে পোশাক শ্রমিক ভাই ও বোনেরা ভাড়া থাকেন তাদের নিকট থেকে এপ্রিল মাসের বাড়ি ভাড়া 60 পার্সেন্ট নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। দুর্যোগকালীন সময়ে সকল সম্মানিত বাড়ির মালিকদের এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিষয়টি অত্র এলাকার মাননীয় সাংসদ। জেলা প্রশাসক মহোদয় ,পুলিশ সুপার মহোদয় ,উপজেলা নির্বাহি অফিসার মহোদয় ,স্থানীয় চেয়ারম্যান ,উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং কিছু কিছু বাড়ির মালিক গন অবহিত আছেন।
অনুরোধক্রমে অফিসার ইনচার্জ আশুলিয়া থানা ঢাকা।
ওসি সাহেবের ফেসবুক পোষ্টটি থেকে সরাসরি তুলে ধরা হলো