করোনা ভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তারে অসহায় হয়ে পড়া দেশের কর্মহীন গরীব হত-দরিদ্রদের নতুন তালিকা প্রনয়নের মাধ্যমে সহায়তার আওতায় নিচ্ছে সরকার। ঈদের আগের এই সহায়তা কার্যক্রম শুরু করা হবে। সে লক্ষে প্রকমত হতদরিদ্রদের যাচাই-বাছাই করপ দ্রুত গতিতে তালিকার কর্মকাণ্ড সম্পন্ন করছে ত্রিশাল উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান তালিকা যাচাই-বাছাই কাজে ব্যস্ত সময় পাড় করছেন। উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৭৬১৬জন কর্মহীন পরিবার কে এই সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এছাড়াও সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০,টাকা কেজি মুল্যে যারা চাউলের সুবিধা পাচ্ছেন সেই তালিকাও যাচাই-বাছাই করছেন ইউএনও মোস্তাফিজুর রহমান। ১০টাকা কেজির চাউল সুবিধা প্রাপ্তদের অনেকেই মৃত বরণ করেছেন,আবার এই চাউল পাওয়ার ভোক্তভোগী নয় এমন অনেককেই এই সুবিধার যোগ্য অধিকারী নয় এমন ব্যক্তিদের কর্মসুচীর আওতা থেকে নিখুত যাচাই-বাছাই করে বাদ দেওয়া হচ্ছে। প্রস্তুতকৃত নতুন তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে এসব অসচ্ছল ব্যক্তিদের সরকারী সহায়তা প্রদান করা হবে বলে জানান ইউএনও।