কামরান হাবিব, রংপুর ;
করোনার চলমান পরিস্থিতিতে লালমনিরহাট জেলার সীমান্ত উপজেলা পাটগ্রামের কর্মহীন নিম্ন আয়ের ৬শ পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে পানবাড়ী বিজিবি। মঙ্গলবার বিকাল ৩টায়
রংপুর- ৫১ বিজিবি ( পানবাড়ি) ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ হতে এবং বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তের কর্মহীন লোকজনের প্রত্যেক পরিবারকে ৪ কেজি চাল, ৪ কেজি আটা, ২ কেজি ডাল , ১ কেজি লবন সহ মোট ১১ কেজি করে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে ) উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি ফজলুল উলুম হাফেজিয়া মাঠে ২০০ পরিবার, বাউরা বাজার হাইস্কুল মাঠে ২০০ পরিবার, ও মমিনুর উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর- ৬১ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করেন সংশ্লিষ্ট কমান্ডারগণ এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিওপি কমান্ডার, স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রংপুর – ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার খাইরুল আলম বলেন, করোনা ভাইরাসে সীমান্ত এলাকার কর্মহীন অসহায় ও দরিদ্র পরিবারগুলোর প্রত্যেককে বিজিবির ব্যবস্থাপনায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে এসব পরিবারের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট দেওয়া হয়েছে।
এছাড়াও উপকার ভোগীগন এসব জরুরি খাদ্য সামগ্রী হাতে পেয়ে বিদ্যানন্দের উদ্যোগে বিজিবি’র এমন কার্যক্রমকে স্বাগত জানিয়ে তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।