Header Image

ময়মনসিংহে এস আই ফারুকের অভিযানে মাদক বিক্রেতাও হত্যা চেষ্টা মামলার আসামি তুষার গ্রেপ্তার

 

আরিফ রববানীঃ

ময়মনসিংহ নগরীর পুরোহিত পাড়া এলাকার মৃত কেরামত আলীর ছেলে আনারকে হত্যা করার উদ্দ্যেশে কুপানের অভিযোগে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী তুষারকে গ্রেফতার করেছে কোতুয়ালী মডেল থানাধীন ১নং ফাঁড়ি পুলিশ। আনার বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
মাদক ব্যবসায় বাধা দেওয়ায় তুষার আহত আনারকে এলোপাতাড়ি কুপিয়েছে বলে অভিযোগে জানা গেছে। ১নং ফাঁড়ি পুলিশের উপ-পুলিশ পরিদর্শক ফারুক হোসেন তার মেধায় ও সাহসী অভিযানে তুষারকে গ্রেফতার করতে সক্ষম হন।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম, পিপিএম জানান-ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা আহমার উজ্জামান পিপিএম-সেবা দিকনির্দেশনা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা পুলিশ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে তারই ধারাবাহিকতায় ১নং ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক ফারুক হোসেন ১২ই মে মঙ্গলবার ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত ছিনতাইকারী ,মাদক ব্যবসায়ী ও হত্যাচেষ্টা মামলার গ্রেপ্তারি পরোয়ানা মূল আসামি তুষার (২০) কে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত তুষার পুরোহিত পাড়া এলাকার হিলো মিয়ার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী। এদিকে করোনা দুর্যোগের মাঝে এলাকার মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেন এলাকার বাসিন্দাদের অনেকে। মাদক ব্যবসায় বাধা দেওয়ায় পুরোহিত পাড়া এলাকার মৃত কেরামত আলীর ছেলে আনারকে হত্যা করার উদ্দ্যেশে কুপিয়েছে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী তুষার। আহত আনারকে আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আনারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বর্তমান আহত আনার ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাই কারি তুষারের নামে একাদিক মামলা রয়েছে বলেও এলাকাবাসী জানান। গ্রেফতারকৃত আসামি তুষারকে ১২ ই মে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে এক নং পুলিশ ফাড়ির উপ-পুলিশ পরিদর্শক ফারুক হোসেন জানান। এছাড়াও করোনা পরিস্থিতিতে স্থানীয় জনগণকে সচেতন করার পাশাপাশি আইনশৃঙ্খলার উন্নয়নে ১নং ফাঁড়ির পুলিশের উপ-পুলিশ পরিদর্শক ফারুক হোসেন দিন-শ্রম দিয়ে মানুষের জানমালের নিরাপত্তায় ব্যাপক ভূমিকা রাখছেন বলে দাবী করেছেন ফাঁড়ি এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!