
আরিফ রববানীঃ
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতামোলক প্রচার বাণী নিয়ে নিয়মিত মানুষের দ্বারস্থ হচ্ছে ময়মনসিংহ তথ্য অফিস। জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ হাটবাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে নিত্যদিন পথ প্রচার চালিয়ে যাওয়া হচ্ছে। ময়মনসিংহ জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার আল ফয়সালের সার্বিক ব্যবস্থাপনায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ পথ প্রচার চালানো হচ্ছে।
প্রচারের অংশ হিসাবে ১৩ মে বুধবার সারাদিন জেলা তথ্য অফিস ময়মনসিংহ কর্তৃক রাজস্বখাতের আওতায় করোনাভাইরাস সংক্রমনের ঝুঁকি রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক প্রচার করা হয়। ভিডিও এবং স্থিরচিত্র প্রদর্শন করা হয়। প্রচারে দেশের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস দ্রুত ছরিয়ে পড়ছে, এই পরিস্থিতিতে আতংকিত না হয়ে সাবধানতা অবলম্ভন করার আহবান জানানো হচ্ছে জোড়ালো ভাবে। নিজেকে পরিবারের সদস্যদের এবং এলাকাবাসীকে রক্ষা করতে নিজ নিজ ঘরে থাকার আহবান জানিয়ে জনগনের মাঝে সতর্কতা পৌছানো হচ্ছে করোনা ভাইরাসে যে কোন মানুষ আক্রান্ত হতে পারে কাজেই বাড়িতে থাকুন নিরাপদে থাকুন। একান্ত জরুরী প্রয়োজন, যেমন ঔষধ ও অত্যাবশ্যকিও জিনিসপত্র কিনতে বাহিরে বের হলে অবশ্যই একে অপরের মধ্যে কমপক্ষে তিন ফুট দুরত্ব বজায় রাখতে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে।প্রয়োজনীয় কাজ শেষ হওয়া মাত্রই দ্রুত বাড়িতে ফিরে যান অযথা বাহিরে ঘোরাঘুরি না করাসহ সন্ধ্যা ৬ থেকে সকাল ৬ টা পর্যন্ত বাহিরে কাউকে ঘর থেকে বের হতে অনুরোধ করা হচ্ছে। তাছাড়া যদি কারো জ্বর, কাশি বা শ্বাসকষ্ট দেখা দেয় তাহলে ৩৩৩ অথবা ১৬২৬৩ অথবা ১০৬৫৫ নাম্বারে ফোন করে শারীরিক অবস্থা সম্পর্কে জানানোসহ চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে । এই প্রচার অভিযানকে গুরুত্ব দিয়ে সরকারকে নির্দেশনা মেনে সকলকে ঘরে অবস্থান করার মাধ্যমে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের চ্যালেঞ্জ বাস্তবায়নে সকলকে আহবান জানান ময়মনসিংহের সিনিয়র জেলা তথ্য অফিসার আল ফয়সাল।
