Header Image

ময়মনসিংহে ডিবি ওসি শাহ কামালের নেতৃত্বে ডাকাত- মাদক ব্যবসায়ীসহ ১৬জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

আরিফ রববানীঃ

করোনার প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে মানুষকে সচেতন করার পাশাপাশি মানুষের জানমালের নিরাপত্তায় অপরাধ নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছে ওসি শাহ কামাল নেতৃত্বাধীন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ। তারই ধারাবাহিকতায় সোমবার রাতে ডিবি পুলিশের পৃথক অভিযানে অভিযানে ১২ ডাকাত ও মাদক ব্যবসায়ীসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, এক কেজি গাঁজা একশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ বলেন, করোনা ভাইরাস সংক্রমন আতংকের মধ্যে পবিত্র রমজানে লোকজনের আনাগোনা কম থাকার সুযোগে চিহৃিত অপরাধী, ডাকাত, ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা মাতাচারা দিয়ে উঠেছে। আইন শৃংখলা বাহিনী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশে লকডাউন নিশ্চিত করতে মাঠে কমরত থাকায় এ সব অপরাধীরা বেপরোয়া হতে শুরু করেছে। এ ধরনের একাধিক খবর এখন আসছে। তাই পবিত্র ঈদুল ফিতরে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিবি পুলিশ মাঠে নেমে কাজ করছে। তিনি জানান-পুলিশ সুপারের নির্দেশে তার নেতৃত্বে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।অভিযানের অংশ হিসাবে মঙ্গলবার ভোরে এসআই সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর শম্ভুগঞ্জ ব্রীজের পশ্চিম পাশ থেকে ডাকাতির প্রস্তুতিকালে চিহৃিত ১২ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, সোহাগ মিয়া, মোঃ সোহাগ মিয়া, নাসির উদ্দিন, জহিরুল, নাজমুল হাসান, মোঃ মোস্তফা, মোঃ রাসেল, মোঃ রনি, মোঃ মিঠুন, মোঃ বুলু, জনি আহম্মেদ ও মানিক মিয়া। এদের বেশিরভাগই পাটগুদাম বিহারী ক্যাম্প এলাকায় বলে জানিয়েছে ডিবি পুলিশ।

পুলিশ আরো জানায়, এ সকল অপরাধীদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অত্র উদ্ধার করা হয়।
ওসি শাহ কামাল আকন্দ আরো জানান, আরেক অভিযানে এসআই শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ সোমবার রাতে কেওয়াটখালী থেকে একশত পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলো, নেত্রকোনার রাজিব দেওয়ান ও কুড়িগ্রামের মোঃ রিয়াজ।
এছাড়া এসআই মোঃ মনিরুজ্জামান সংগীয় অফিসার ফোর্সসহ মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো মুক্তাগাছার নজরুল ইসলাম ও জবান আলী। গ্রেফতারকৃতদেরকে পৃথক মামলায় মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!