Header Image

ময়মনসিংহে ২য় দিনে আই.ই.ডির পক্ষ থেকে ৯৮ কর্মহীন পরিবারে খাদ্য সামগ্রী বিতরন

 

আরিফ রববানীঃ

ময়মনসিংহের জনউদ্যোগ এর সার্বিক সহায়তায় আই.ই.ডি ময়মনসিংহ কেন্দ্রের উদ্যোগে ২য় দিনের কর্মসূচিতে নগরীর বিভিন্ন এলাকার ৯৮ জন অসহায় ও দুস্থ মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে আ ই.ডির জন উদ্যোগের মেম্বাররা ।

মঙ্গলবার ১২ই মে বিকালে থানা ঘাট কালী বাড়ীর চর বস্তিতে ৬৬ এবং কৃষ্টপুর কলোনীতে ৩২টি পরিবারকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। এতে প্রতিটি পরিবারকে ১১৮৭ টাকা মুল্যের সমপরিমান চাল, ডাল, আলু, পিঁয়াজ, লবন, সোয়াবিন তেল ,কাপড় কাঁচা ও গোসলের সাবান, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লোবস ও মাস্ক প্রদান করা হয়।

কর্মসূচিতে উপস্হিত ছিলেন, জনউদ্যোগ এর আহবায়ক নজরুল ইসলাম চুন্নু, যুগ্ম-আহবায়ক শিব্বির আহাম্মেদ লিটন, সিটি কর্পোরেশনের কাউন্সিলর শীতল সরকার, ব্রহ্মপুত্র বাস্তুহারা কল্যান সমিতির সাধারণ সম্পাদক সুরুজ আলী, আই.ই.ডি’র ম্যানেজার নাসরিন বেগম, উন্নয়ন কর্মকর্তা শাখাওয়াত হেসেন প্রমুখ।

এসময় আ.ই.ডি জন উদ্যোগের আহবায়ক এড.নজরুল ইসলাম চুন্নু জানান-আমরা সেই সব মানুষগুলোকে ইফতার পৌঁছে দিচ্ছি যারা এই করোনা পরিস্থিতিতে কর্মহীন হওয়ায় খাদ্য সংকটে রয়েছে। তিনি বলেন-করোনার প্রাদুর্ভাবের কারণে চলমান মাহে যেন কোন কর্মহীন গরীব হত-দরিদ্র অসহায় মানুষেরা খাদ্য সংকটে না পড়ে সে লক্ষে আমাদের এই বিতরণ কর্মসুচী অব্যাহত থাকবে।

সংকটের এই মুহুর্তে আ.ই.ডির পক্ষ থেকে জনউদ্যোগে বিতরণকৃত খাদ্য সহায়তা পেয়ে খুশী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রার্থনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন হতদরিদ্র জনগোষ্ঠীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!