by SF News
ষ্টাফ রিপোর্টারঃ করোনা সংকটে স্থবির জনজীবনে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাবু সাঈদের সুযোগ্য পত্র সিঙ্গাপুর প্রবাসী এনায়েত কবির। তার পক্ষ থেকে ইউনিয়নে ত্রাণ বিতরণ থেকে শুরু করে স্বাস্থ্যসেবায় অসহায়ের জন্য কাজ করছেন এনায়েত কবিরের আস্থাভাজন নিকটাত্মীয়রা।
করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই মাঠে রয়েছে হরিরামপুরের মানবিক চেয়ারম্যান ও জনবান্ধব জনপ্রতিনিধি অাবু সাঈদ। একই সাথে তার প্রবাসী পুত্র এনায়েত কবীরও গরীবদের সহযোগিতা করে বাবার সহযোদ্ধা হিসাবে পাশে দাড়িয়েছেন।
তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রতিদিন ‘মানবিক সহায়তা’ পৌছে দিচ্ছেন সংকটে পড়া মানুষের কাছে। রমজান মাসে দিনে দুস্থ অসহায়দের এাণ এবং সন্ধায় অসহায়দের বাড়ী-বাড়ী ঘুরে মানুষের হাতে ইফতার তুলে দেওয়ার সাথে সাথে চেয়ারম্যান সাঈদ ছেলেরি দেওয়া ত্রাণ ও ইফতার সামগ্রীও পৌছে দিচ্ছেন কর্মীদের ঘরে ঘরে।
এ পর্যন্ত প্রায় ৩ হাজারের বেশি পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া এই প্রবাসী জানান, করোনাযুদ্ধে বাংলাদেশ জয়ী না হওয়া পর্যন্ত এই সহযোগিতা অব্যাহত রাখা হবে।
চেয়ারম্যান পুত্র এনায়েত কবির বলেন, ‘করোনা পরিস্থিতিতে মানুষ অবরুদ্ধ অবস্থায় সংকটে দিন কাটাচ্ছে। সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে আছে যারা দিন আনে দিন খায় এমন খেটে খাওয়া মানুষজন। লকডাউনের কারণে রমজানে ইফতার নিয়ে সংকটে পড়েছেন তারা। এই ভাবনা থেকে তাদের জন্য ইফতারের ব্যবস্থা করেছি। তিনি বলেন- আমার বাবা এই এলাকার চেয়ারম্যান। তাই চেয়ারম্যানের ছেলে হিসাবে আমার দেহে প্রাণ থাকতে আমি আমি আমার এলাকার কোন মানুষকে না খেয়ে মরতে দিবোনা,ইনশাল্লাহ।
Post Views:
৬৮৮