Header Image

ময়মনসিংহে রওশনের পক্ষে ব্যক্তিগত অর্থায়নে জাপা নেতা খোকনের ইফতার বিতরণ।

 

আরিফ রববানীঃ

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস’র প্রাদুর্ভাবের কারণে খাদ্য সংকট মোকাবেলায় অসহায় কর্মহীন মানুষ, নিম্নবিত্ত পরিবারের মাঝে ময়মনসিংহের গণমানুষের নেত্রী,জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে ব্যক্তিগত অর্থায়নে খাবার বিতরণ করছেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির অর্থ বিষয়ক সম্পাদক ও মহানগর জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক জনবান্ধব জাপা নেতা শরিফুল ইসলাম খোকন ।

নিয়মিতই তিনি বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের তার পক্ষ থেকে ত্রাণের উপহার সামগ্রী অসহায়দের মাঝে বিতরণ করার পর এবার মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরন করছেন জেলা জাতীয় পার্টির এই রাজপথ যোদ্ধা।

১৩ই মে ময়মনসিংহের সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় ঘুরে-ঘুরে রিক্সা চালক ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এর পক্ষ থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির বিপ্লবী সভাপতি জাহাঙ্গীর আহমেদ, এ কে এম হাসান কবীর কালাম, সোহান প্রমুখ।

সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় শতাধিক পরিবারকে ইফতার সহায়তা দেয়া হয়েছে। পর্যায় ক্রমে আরো দুস্থ ও অসহায় পরিবারকে ইফতার সহায়তা দেয়া হবে বলে জানান জাপা নেতা শরীফুল ইসলাম খোকন।

ইফতার সামগ্রী বিতরণ বিষয়ে জেলা জাতীয় পার্টির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম খোকন বলেন-পল্লীমাতা বেগম রওশন এরশাদ গণমানুষের নেত্রী, তিনি সব সময় অসহায় দুঃস্থ মানুষদের পাশে আছেন এবং থাকবেন। রওশন এরশাদের এর পক্ষ থেকে খাদ্য ও ইফতার সামগ্রী দেয়া হচ্ছে এবং যতদিন পর্যন্ত করোনা মহামারী স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়াও বিরোধী দলীয় নেতা রওশান এরশাদ এমপির পক্ষে জাপা নেতা এ কে এম হাসান কবীর কালামের ব্যক্তিগত উদ্যোগে কর্মহীনদের মাঝে ত্রাণ ও ইফতার বিতরণ অব্যাহত রয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!