Header Image

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান এর মৃত্যুতে ঢাবি সিনেট সদস্য অধ্যাপক ডাঃ এম এ আজিজের শোক।

 

আরিফ রববানীঃ জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ এর মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক ডাঃ এম এ আজিজ।

১৪ মে বৃহস্পতিবার এক শোকবার্তায় স্বাচিপ নেতা অধ্যাপক ডাঃ এম এ আজিজ বলেন- জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান এর মৃত্যুতে দেশ একজন স্বনামধন্য, প্রথিতযশা ও কিংবদন্তি শিক্ষাবিদ হারালো, যিনি শিক্ষকতা, ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন ও এ ভূখণ্ডে ধর্মান্ধতা এবং মৌলবাদবিরোধী নানা আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে সমগ্র জাতির সাথে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী গভীর শোক প্রকাশ করছে এবং মরহুমের শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। তিনি মহান আল্লাহর কাছে অধ্যাপক আনিসুজ্জামানের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন একই সাথে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!