Header Image

ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার কামরুল হাসানকে অধ্যাপক ডাঃ এমএ আজিজের অভিনন্দন।

 

আরিফ রববানীঃ ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার হিসাবে বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কৃতি সন্তান মো. কামরুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে।

অপরদিকে ময়মনসিংহের বর্তমান বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করা খন্দকার মোস্তাফিজুর রহমানকে জাতীয় জাদুঘরের মহাপরিচালক (ডিজি) করা হয়েছে।

১৪ই মে বৃহস্পতিবার পৃথক আদেশে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) ও ময়মনসিংহ বিভাগের কৃতি সন্তান কামরুল হাসান তার নিজ বিভাগ ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হিসাবে যোগদান করায় তাকে অভিনন্দন জানিয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ময়মনসিংহের আরেক কৃতি সন্তান অধ্যাপক ডাঃ এম এ আজিজ। তিনি তার অভিনন্দন বাণীতে-নব নিযুক্ত বিভাগীয় কমিশনার কামরুল হাসানের যোগদানকে ময়মনসিংহ বিভাগের উন্নয়নের নতুন বার্তা হিসাবে উল্লেখ করেন। তার মেধাবী কর্মতৎপরতায় ময়মনসিংহ বিভাগ কে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জামালপুর জেলার কৃতিসন্তান ও বর্তমান সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হিসেবে আগামী সপ্তাহে তার কাজে যোগ দেবেন। এর আগে তিনি মৌলভীবাজারের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাঁর বাড়ি মাদারগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামে। তাঁর বাবা (মরহুম) মোঃ রকীবুল ইসলাম মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। তাঁর মা মোছাঃ মনোয়ারা বেগম ২০১৯ সালে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় ‘সফল জননী হিসেবে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরীতে মাদারগঞ্জ উপজেলা পর্যায়ে ‘সর্বশ্রেষ্ঠ জয়িতা’ সম্মানে ভূষিত হন।
অত্যন্ত মেধাবী, সৎ, দক্ষ কর্মকর্তা কামরুল হাসানের মাধ্যমে ময়মনসিংহ বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডে আরও গতি আসবে বলে বিশ্বাস করেন স্বাচিপ নেতা অধ্যাপক ডাঃ এম এ আজিজ । ডাঃ এম এ আজিজ বলেন- আমাদের বিভাগের সন্তান কামরুল হাসানকে বিভাগীয় কমিশনার হিসাবে তার যোগদানে অভিনন্দন জানাচ্ছি। একই সাথে তাঁর সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!