আরিফ রববানীঃ করোনা পরিস্থিতিতে ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণকে সচেতন করতে ব্যস্ত স্বেচ্ছাসেবক পাড় করছে ময়মনসিংহ তথ্য অফিস। জেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলা ও গ্রাম-গঞ্জের হাটবাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি প্রতিরোধে জনগণের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষে নিয়মিত পথ প্রচার চালানো হচ্ছে।
ময়মনসিংহ জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার আল ফয়সাল জানান- করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন হাট বাজার এলাকা থেকে এ পথ প্রচার চালানো হচ্ছে।
তারই ধারাবাহিকতায় ১৫ মে শুক্রবার দিনভর ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পক্ষ থেকে করোনাভাইরাস সংক্রমনের ঝুঁকি রোধে মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহের রহমতপুর বাইপাস এলাকা, খাগডহর ইউপি এলাকা, ঘুন্টি বাজার, সিএমবি মোড়, খাগডহর বাজার, তালতলা এলাকা, সাহেলা মার্কেট, কাঠগোলা বাজারসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক প্রচার ও ভিডিও এবং স্থিরচিত্র প্রদর্শনী দেখানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার সকল উপজেলার বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ জায়গাসহ বিভিন্ন স্থানে ইতিপুর্বে এ পর্যন্ত ছয়বার প্রচার অভিযান চালানো হয়েছে। সপ্তমধাপে প্রচার অভিযান চলছে। তবে কিছু কিছু উপজেলা এর বেশীও প্রচার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস দ্রুত ছরিয়ে পড়ছে জানিয়ে, এই পরিস্থিতিতে আতংকিত না হয়ে সাবধানতা অবলম্ভন করাসহ প্রত্যেক জনগণকে নিজে এবং পরিবারের সদস্যদের সহ এলাকাবাসীকে রক্ষা করতে নিজ নিজ ঘরে অবসর করার আহবান জানানো হচ্ছে।।