হামিমুর রহমানঃ
ময়মনসিংহ বিভাগে আজ আরো ২৯ জনের করোনা পজিটিভ হয়েছে।
এরমধ্যে ময়মনসিংহ মেডিকেলের এক চিকিৎসকসহ সদরে ৩ জন, ধোবাউড়া-৫ ও হালুয়াঘাট-৩ জনসহ ময়মনসিংহ জেলায় ১১ জন, নেত্রকোনা জেলার কেন্দুয়া-১২, দূর্গাপুর-৩, মদন-১ ও খালিয়াজুড়ি-১ জনসহ জেলায় ১৭ জন এবং শেরপুর জেলার শ্রীবর্দি উপজেলায় একজন রয়েছে।
এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ৫৪৯ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ২৭৮ জন, জামালপুর জেলায় ১১৩ জন, নেত্রকোনা জেলায় ১১৪ এবং শেরপুর জেলায় ৪২ জন।
আজ সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন আরো ১ জন। এনিয়ে বিভাগে সুস্থ্য হলেন ১৮৯ জন।