চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ২নং আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ইউনুচের আমন্ত্রনে লোহাগাড়া প্রেসক্লাবের সাথে করোনা ভাইরাসের বিষয়ে ও চলমান প্রেক্ষাপট এবং মাহে রমজান মাস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৬ মে"২০২০ইং শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ২নং আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ইউনুচের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের সম্মানিত সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মাস্টার মিয়া মোহাম্মদ ফারুক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রকসী সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের কুটির শিল্প বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম ভান্ডারী সহ লোহাগড়া প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ২নং আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ইউনুচ বলেন, আমি দায়িত্ব পালন করতেছি জনগণের সেবক হিসাবে কোন ধরনের দূর্ণীতি ও স্বজন প্রীতির ছাড়া দায়িত্ব পালন করে যাচ্ছি।
আমার কাজের মধ্যে কোন ভূল ত্রুটি হলে আপনারা আমাকে জানাবেন আমি তা শুধরে নিব।করোনা সংকট মোকাবেলায় যে সকল অনুদান সরকারি ভাবে এসেছে তা আমি সুষ্ঠ ভাবে বন্টন করতেছি।সরকারী অনুদানের বাহিরে নিজ অর্থয়ানে ৬,৫০,০০০টাকা ত্রান দিয়েছি এবং আগামীতেও অব্যাহত থাকবে।
এসময় তিনি ২নং আমিরাবাদ ইউনিয়নের বর্তমান অবস্থা ও উন্নয়নের চিত্র গুলো তুলে ধরেন যা চলমান রয়েছে।বর্তমান জনসংখ্যা ১৪০০০০হাজার,শিকার হার ৩০% মোট জন সংখ্যার,ভোটার ৩৪০০০হাজার,
হোল্ডিং নং ১১০০০হাজার,বয়স্ক বাতা ১১০৮জন,
বিধবা ভাতা ২৬৯ জন,প্রতিবন্ধি ভাতা ২৩৪জন,
৩০কেজি ১৫০জন কে প্রতি মাসে,৩০কেজি চাউল ১০টাকা ধরে ৮০৩ জন,মসজিদ ৯৭টি,গণশিক্ষা ৩৪টি,
ইউনিয়ন স্বাস্থ্য ক্লিনিক ১,ওয়ার্ড স্বাস্থ্য ক্লিনিক ৫টি,
টয়লেট বিহীন ফ্যামেলি ১৮০০জন,পিতৃ পরিচয়হীন ১৬৬জন।করোনা উপলক্ষে ১২৯৮ জনের মাঝে নিজ অর্থয়ানে ত্রাণ বিতরণ, আমিরাবাদ ইউনিয়নে ৭টি ব্রিজ
এমপি কর্তৃক ২টি ব্রিজ অনুমোদন ৬ কোটি টাকা
পিআইও কর্তৃক ২টি ব্রিজ অনুমোদন ২কোটি টাকা।
পরিশেষে তিনি সকলের কাছে দোয়া চেয়ে করোনা মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেন।