Header Image

ত্রিশালে করোনা সংক্রপ্রতিরোধে সোমবার থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলো ইউএনও।

 

আরিফ রববানীঃ
রমজানের শেষ মুহুর্তে ঈদকে সামনে রেখে দোকান পাঠ ও শপিং মল গুলোতে চলমান মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক প্রদত্ত শর্ত সমূহ অবহেলা পরিলক্ষিত হওয়ায় সোমবার থেকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নিত্যপ্রয়জনীয় দ্রব্যাদি, কাঁচাবাজার, ওষধ দোকান ও জরুরি পরিষেবা ছাড়া সকল প্রকার দোকান-পাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৬ মে) বিকালে স্থানীয় ব্যবসায়ী,রাজনীতিবিধ ও গন্যমান্য ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময়ে শেষে এমন সিদ্ধান্ত নেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

ওই গণ মতবিনিময়ে বলা হয়, পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সরকার কর্তৃক প্রদত্ত শর্ত সমূহ পালন সাপেক্ষে খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু বিগত কয়েকদিনে বাজার ও শপিংমল সমূহ সরেজমিনে পরিদর্শনে প্রতীয়মান হয় যে বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগত ক্রেতা বিক্রেতা নূন্যতম ৯০ ভাগ সরকার প্রদত্ত বিষয়ে সম্পূর্ণ অবহেলা প্রদর্শন করেছেন। সেহেতু জনসাধারণ তথা ত্রিশাল উপজেলা বাসীর স্বাস্থ্যসুরক্ষা ও মৃত্যুঝুঁকির কথা বিবেচনা করে করোনা সংক্রমণ প্রতিরোধে সোমবার (১৮ মে) থেকে সকল ধরনের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হলো।
তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যদির দোকান ও কাঁচাবাজার এবং ওষুধের দোকানসহ জরুরী পরিষেবা এ নিষেধাজ্ঞার আওতায়মুক্ত থাকবে বলে জানানো হয় মতবিনিময় সভার আলোচনায়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলাম, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোহাঃ আজিজুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান নবী নেওয়াজ সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এনবিএম শোভা মিয়া আকন্দ, ত্রিশাল বাজার কমিটির সাধারন সম্পাদক ও ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফাসহ রাজনৈতিক,সামাজিক,প্রশাসনিকসহ সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!