Header Image

বিড়িশিল্প বন্ধের পায়তার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ

করোনার মধ্যে বিড়িশিল্প বন্ধের পায়তার প্রতিবাদ জানিয়ে এ শিল্পকে কুঠিরশিল্প হিসেবে ঘোষণার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদের বাসভবনের সামনে জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নসহ কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

সামাজিক দুরত্ব বজায় রেখে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান সুমন, সাধারন সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক আইয়ুব আলী ও সদস্য রবিন মিয়া।

বক্তারা একজন সংসদ সদস্যসহ কয়েকজন নাগরিকের বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধের দাবির প্রতিবাদ জানিয়ে বলেন, বিড়ি শিল্পে সমাজের অসহায়, সুবিধা বঞ্চিত, বিধবা ও পঙ্গু নারী-পুরুষ জীবিকা নির্বাহ করে বিধায় উৎপাদন বন্ধ করা হলে ২০ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়বে। এদের রুটি-রুজির কথা বিবেচনা করে বিড়ির ওপর বিদ্যমান কর কমিয়ে বিড়ি শিল্পকে বাঁচিয়ে রাখতে কুটির শিল্পের মর্যাদা দেয়ার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!