মৃদুল ধর ভাবন,স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশেরসহ বিশ্বজুড়ে করোনা ভাইরাস সংক্রমণ চলছে অঘোষিত লগডাউন দিন যাচ্ছে আর সংক্রমণ বাড়ছে. বাড়ানো হচ্ছে সময়সীমা এতে করে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ । তাদের পাশে দাঁড়িয়েছেন নিরাপদ সড়ক চাই আশুলিয়া থানা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও শ্রমিক নেতা মামুন রানা । তিনি ক্রমাগত অসহায় মানুষদের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তার এই মহানুভবতা একটি দৃষ্টান্ত স্থাপন আশুলিয়া সাধারন মাঝে , মানুষের মাঝে প্রচলিত হচ্ছে মামুন রানা, কে এই মামুন রানা জানা যায় বাইপাইল আড়তে খুচরা পান বিক্রেতা গরিবের বন্ধু অসহায় মানুষের কান্ডারী তিনি নিজেও চলতে পারেনা ঠিকমত কিন্তু মানুষের জন্য তার মন কাঁদে সে কারণেই নিজের অর্থায়নে করোনা ভাইরাস সংক্রমণ বাংলাদেশে আসার পর থেকেই বাসায় ঠিকমতো বাজার না নিয়ে মানুষের পাশে প্রত্যেকদিন ত্রাণ সামগ্রী বিতরণ করার পাশাপাশি, গত ১৫ মে রোজ শুক্রবার আশুলিয়ার বুড়ি বাজার এলাকায় কর্মহীন সংবাদকর্মীসহ অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন এই মানুষটি ,তার মহানুভতার কারণে এলাকার খেটে খাওয়া মানুষ তার দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন ।এ ব্যাপারে শ্রমিক নেতা মামুন রানা বলেন মানুষ মানুষের জন্য সেই কথা চিন্তা করে আমার সাধ্য অনুযায়ী আমি মানুষের পাশে দাঁড়িয়েছি আমি চাই সকল বিত্তবান মানুষ আমার দেখাদেখি অসহায় মানুষের পাশে এগিয়ে আসে আমি সেই আহ্বান জানাচ্ছি