
আরিফ রববানীঃ
চলমান মহামারী ও প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশে গোটা দেশ লকডাউন। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। ঠিক তখনই ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমানের নির্দেশনায় নিজের জীবনের নিরাপত্তার কথা না ভেবে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখা, কোয়ারিন্টাইন নিশ্চিত, অসহায় মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছানো, দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ এবং মানুষকে ঘরে ফেরাতে কাজ করছেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাইদুল ইসলাম । ঝুকি নিয়েই প্রতিনিয়ত করোনার সাথে যুদ্ধ করে চলেছেন তিনি। ময়মনসিংহের জেলার মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও নির্দেশনা বাস্তবায়নের জন্য নিরলস কাজ করছেন ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম । প্রতিদিন সকাল হলেই বেড়িয়ে পড়েন জেলার বিভিন্ন হাট-বাজারে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সেনবাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে দিনরাত মাঠে থাকছেন ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম । জানা গেছে, করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা অমান্য করায় উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা করেছেন বিজ্ঞ এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তারই ধারাবাহিকতায় তিনি ১৬মে শনিবার
স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করার কথা থাকলেও ময়মনসিংহের অভিজাত দোকানগুলো যেমনঃস্বপ্ন,বাটা,মিলন ও রয়েল কনফেকশনারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যথাযথ স্বাস্থ্য বিধি না মানায় তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম । একই সাথে ক্রেতাসাধারণকেও স্বাস্থ্য বিধি মেনে চলতে নির্দেশনা প্রদান করেন তিনি।
ময়মনসিংহের বিশিষ্ট শিক্ষাবিধ ময়মনসিংহ থেকে প্রকাশিত জাতীয় সংবাদপত্র ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ ড.ইদ্রিস খাঁন বলেন, ‘বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম জীবনের ঝুঁকি নিয়ে রাতদিন করোনা সংক্রমণ প্রতিরোধে এবং মানুষকে ঘরে ফেরাতে যেভাবে আন্তরিক হয়ে কাজ করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাঁর মতো কর্মকর্তারাই পারে নিষ্ঠার সাথে মেধা ও শ্রম দিয়ে সোনার বাংলাদেশ গড়তে।
’বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম বলেন, ‘আমি সরকারের একজন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। ময়মনসিংহবাসীকে নিরাপদে রাখতে যা যা করার প্রয়োজন তা আমরা করছি। করোনা মোকাবেলায় জনসচেতনতার কোনো বিকল্প নেই। আশা করি করোনা যুদ্ধে আমরা জয়ী হবো। তবে এই যুদ্ধে প্রয়োজন ছাড়া ঘর থেকে কাউকে বের না হয়ে যুদ্ধে জয়ী হওয়ার সহযোগিতার লক্ষে সকলের প্রতি আহবান জানান তিনি।