ইসমাইল হোসেন সোহাগঃ
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনে’র নির্দেশনায় বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজেদুল ইসলাম দুলাল এর পরামর্শে, ব্যাক্তিগত তহবিল থেকে ইউনিয়নের ১নং ওয়ার্ডের মহছেনের হাট এলাকায় কর্মহীন অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন সেচ্ছসেবক লীগের সহ সভাপতি ও দরিদ্র কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মোসলেম উদ্দিন।
১৭ মে”২০২০ইং রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, দেশে করোনা ভাইরাসের কারণে কর্মহীন দরিদ্র শ্রেণীর মানুষেরা যেন না খেয়ে জীবন যাপন করতে না হয়। তাঁর জন্য সরকারি সহযোগিতার পাশাপাশি দেশের যারা সচ্ছল ও বিত্তশালী ব্যাক্তিবর্গ আছেন তাদেরকেও অসহায় মানুষের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহবান জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তারই ধারাবাহিকতায় সাতকানিয়া লোহাগাড়ার কৃতি সন্তান, আমার রাজনৈতিক জীবনের আদর্শ,পরম শ্রদ্ধাভাজন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের নির্দেশনায়,আমার ব্যাক্তিগত তহবিল থেকে আমার এলাকার অসহায় দরিদ্র পরিবারকে ত্রাণসামগ্রী দিতে পেরে আমি খুব আনন্দিত।
পাশাপাশি অনুরোধ করবো এলাকার ধনী ব্যাক্তিরাও যদি এই দূর্যোগের সময় এলাকার মানুষের পাশে দাঁড়ায় তাহলে আমরা যে কোন দূর্যোগের মোকাবিলা করতে পারবো ইনশাআল্লাহ্।
এসময় উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, দরিদ্র কল্যাণ ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, দরিদ্র কল্যাণ ট্রাস্টের প্রচার সম্পাদক মুন্জুর ইসলাম সহ আরো অনেকে।