স্টাফ রিপোর্টারঃ
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে সারা দেশে যখন লকডাউন চলছে, তখন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও অসহায় মানুষের দোর গোড়ায় খাদ্য সামগ্রীর প্যাকেট রাতের আঁধারে পৌঁছে দিচ্ছেন আওয়ামিলীগ নেতা অধ্যাপক মফিজুন নূর খোকা।
দেশের করোনা পরিস্থিতিতে এই অর্থনৈতিক দুরাবস্থায় বিগত দেড় মাস ধরে ভাংনামারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অনেকটা নিরবে-নির্ভিত্তে দিন- রাত্রীতে অসহায় অস্বচ্ছল পরিবারের দোর গোড়ায় ত্রান সামগ্রী পৌঁছে দিচ্ছেন জনপ্রিয় চেয়ারম্যান অধ্যাপক মফিজুন নুর খোকা ।
এ প্রসংগে চেয়ারম্যান অধ্যাপক মফিজুন নুর খোকা বলেন- অনেক পরিবার লজ্জায়-সংকোচে এবং বিভিন্ন কারনে ত্রান নিতে আসে না।মুলতঃ এই সকল পরিবার গুলো কে চিহৃিত করেই আমার এই কার্যক্রম।এতে ত্রান গ্রহন করতে মানুষ স্বাচ্ছন্দ্যবোধ করে বলেও তিনি জানান। চেয়ারম্যান আরো বলেন- এ ত্রান বিতরন কার্যক্রম একটি চলমান পক্রিয়া এবং এটি লকডাউনের সময়কাল বৃদ্ধি যতো হবে ততোদিন অব্যাহত থাকবে। তিনি বলেন-এই বৈশ্বিক করোনা মহামারি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ভাংনামারীর এ দূর্দিনে গৌরীপুরের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন আহমেদও তার সব কিছু উজাড় করে দিয়ে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন।আমি এ পর্যায়ে মনে করি সরকারের পাশাপাশি দুস্থ ও অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো সকল বিত্তবানদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। অধ্যাপক মফিজুন নুর খোকা বলেন, করোনা ভাইরাসে আতংক নয়, সচেতন থাকা জরুরী। তিনি এ রোগের উপসর্গ থেকে রক্ষা পেতে সরকারী নীতিমালা মেনে সকলকে ঘরে থাকার আহবান জানান।