আরিফ রববানী:
ময়মনসিংহে জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশনায় করোনার পাশাপাশি অপরাধ নির্মুলে জিরোটলারেন্স নীতি নিয়ে তাদের করছে জেলা গোয়েন্দা পুলিশ। অপরাধ দমনের অংশ হিসাবে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) এর নেতৃত্বে ডিবি’ পুলিশের অভিযানে আন্তঃজেলা মাদক কারবারি চক্রের ১ সদস্যকে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ্ কামাল আকন্দ জানান-মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা পুলিশ বাহিনী যখন ব্যস্ত সময় পার করছেন, এই সুযোগে মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় মাদক পাচার করে আসছে। জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জমান পিপিএম-সেবা ময়মনসিংহে যোগদানের পর, শুরু থেকেই মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এরই অংশ হিসেবে এসআই মোঃ আব্দুর রাজ্জাক সংগীয় অফিসার ফোর্সসহ ফুলবাড়ীয়া থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে পুলের বাজার থেকে অভিনব কায়দায় দুইটি প্লাষ্টিকের পাইপের ভিতর হইতে মাদক পাচারকালে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ময়মনসিংহ ফুলবাড়িয়া বিদ্যানন্দ গ্রামের মৃত: মোকছেদ আলীর ছেলে মাদক ব্যবসায়ী জাহিদ হাসান ওরফে বিল্লাল (৩২) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহিদ হাসান ওরফে বিল্লাল আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ডিবি’র ওসি শাহ্ কামাল আকন্দ।