
আরিফ রববানীঃ
রমজানের শেষ মুহুর্তে ঈদকে সামনে রেখে দোকান পাঠ ও শপিং মল গুলোতে চলমান মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক প্রদত্ত শর্ত সমূহ অবহেলা পরিলক্ষিত হওয়ায় ময়মনসিংহে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি, কাঁচাবাজার, ওষধ দোকান ও জরুরি পরিষেবা ছাড়া সকল প্রকার দোকান-পাট ব্যবসা প্রতিষ্ঠান সোমবার থেকে বন্ধ ঘোষনা করেছে জেলা প্রশাসন। রবিবার ১৭মে রবিবার স্থানীয় ব্যবসায়ী,রাজনীতিবিধ ও গন্যমান্য ব্যক্তিবর্গদের সাথে পরামর্শ ক্রমে সিদ্ধান্ত মোতাবেক এক গণ বিজ্ঞপ্তিতে এ আদেশ জারী করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান।
ওই গণ বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সরকার কর্তৃক প্রদত্ত শর্ত সমূহ পালন সাপেক্ষে খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু বিগত কয়েকদিনে বাজার ও শপিংমল সমূহ সরেজমিনে পরিদর্শনে প্রতীয়মান হয় যে বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগত ক্রেতা বিক্রেতা নূন্যতম ৯০ ভাগ সরকার প্রদত্ত বিষয়ে সম্পূর্ণ অবহেলা প্রদর্শন করেছেন। সেহেতু জনসাধারণ তথা ময়মনসিংহ জেলা বাসীর স্বাস্থ্যসুরক্ষা ও মৃত্যুঝুঁকির কথা বিবেচনা করে করোনা সংক্রমণ প্রতিরোধে সকল ধরনের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হলো।তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যদির দোকান ও কাঁচাবাজার এবং ওষুধের দোকানসহ জরুরী পরিষেবা এ নিষেধাজ্ঞার আওতায়মুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের মাধ্যমে দেশকে করোনামুক্ত রাখতে এ আদেশ মেনে চলতে সকলের প্রতি আহবান জানান জেলা প্রশাসক মিজানুর রহমান।