আরিফ রববানীঃ
ময়মনসিংহে খাদ্য দ্রব্যের মান মুল্য নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপুর্ণ ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ১৬ই মে শনিবার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুল হকের নেতৃত্বে কাশর, মেছুয়া বাজারের হেজবুল্লাহ রোড, গাঙ্গিনারপাড়, সি কে ঘোষ রোড এবং নতুন বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
১৭ই মে রবিবার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুল হকের নেতৃত্বে নগরীর কাচারীঘাট কাঁচা বাজার, নতুন বাজার, মেছুয়া বাজার, সুতিয়াখালী বাজার, ভাবখালী বাজার, চুরখাই বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় উক্ত বাজারগুলোতে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মানাসহ সরকার নির্দেশনা মেনে বেচাকেনা করতে উপস্থিত সবাইকে সচেতন করা হয়। ভাবখালী বাজারে দুধ পরীক্ষা করে কোন পানিমিশ্রিত কোন দুধ পাওয়া যায় নাই । চুরখাই বাজারে সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা করায় দুই ব্যবসায়ীকে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১০০০/- টাকা করে মোট ২০০০/- টাকা অর্থদন্ড করার পাশাপাশি তাদেরকে ভবিষ্যতের জন্যে সতর্ক করা হয়। অভিযান পরিচালনাকালীন সময়ে প্রসিকিউটিং অফিসার হিসেবে মোবাইল কোর্টকে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো: মাহবুব হোসেন ও সেনাবাহিনীর সদস্যবৃন্দ।