আরিফ রববানীঃ
স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়ে ও চলমান মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি,করোনা পরিস্থিতি ও মাহের রমাজানে খাদ্যের ভেজাল ও অতিরিক্ত মুল্য নিয়ন্ত্রণ,জনসমাগম ঠেকাতে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মিজানুর রহমানের নির্দেশনায় নিযমিত বাজার মনিটরিং ও জনসচেতনতামোলক অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসনের নির্দেশনা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গণের নেতৃত্বে এসব অভিযান নিয়মিত চলছে। নিয়মিত অভিযানের অংশ হিসাবে
রোববার (১৭ মে) দুপুরে নগরের গাঙ্গিনারপাড়, চরপাড়া ও দূর্গাবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈদুল ইসলাম। অভিযানে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করার দায়ে দুইটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম তিনি জানান, করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব ও পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ না করাসহ যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় এম’ব্রেলা নামক একটি মেগা মলকে ২০ হাজার টাকা এবং ভারগো নামে অপর আরেকটি ফ্যাশন ব্র্যান্ডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দূর্গাবাড়ি এলাকায় অনুমোদনবিহীন হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও গ্লাভস বিক্রির দায়ে জয়দেব ফার্মেসিকে ১৫ হাজার ও অতিথি ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, রবিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ময়মনসিংহ নগরীর বাজারে অভিযান চালিয়ে, স্বাস্হ্য বিধি না মেনে ও সরকারী আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করায়
পাঁচ প্রতিষ্ঠান কে ৫০হাজার টাকা জরিমানা করেছে।
তিনি বলেন-জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করতে তিনি সকলের প্রতি আহবান জানান।