মোঃআল-আমিন , গাজীপুর প্রতিনিধিঃ
করোনায় কিন্ডারগার্টেন স্কুলগুলো বন্ধ থাকায় ক্ষতির মূখে পড়েছে হাজারো শিক্ষক।যারা কারও কাছে হাত বাড়াতে পারে না।বলতে পারেনা নিজের অভাবের কথা।সেই নাবলা মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছে টঙ্গীর ঐতিহ্যবাহি সামাজিক প্রতিষ্ঠান জনকল্যান ফাউন্ডেশন।সাধ্যমত সহযোগিতা করছেন করোনায় গৃহবন্দী শিক্ষক/শিক্ষিকাদের।
জানাগেছে, গাজীপুর মহানগরের ৪৭ নং ওয়ার্ডের কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনর আওতায় বেসরকারি ২৪টি স্কুলের প্রতিনিধিদের হাতে নিত্যপন্য তুলে দেয়া হয়।এসময় এ্যাসোসিয়েশনের সভাপতি ও সেক্রেটারী উপস্থিতিতে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মূলত ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেতন হয় নাম মাত্র।বিদ্যালয়ে শিক্ষগতা করার পাশাপাশি প্রাইভেট টিউসিনি করে শিক্ষকরা তাদের পরিবারের ভরনপোষন করে থাকেন।করোনায় লকডাউন থাকায় কোন টিউসনে যাওয়া সম্ভব হচ্ছে না শিক্ষক/শিক্ষিকাদের।এমন প্রেক্ষিতে মানবেতর জীবনযাপন করছেন মানুষগড়ার এসব কারিগর।
শিক্ষকরা জানান, জনকল্যান ফাউন্ডেশন তাদের পাশে দাঁড়ানোতে মন থেকে আনন্দিত হয়েছেন তারা।সমাজের কেউ যখন শিক্ষকদের কথা ভাবছে না ঠিক তখন তারা এমন কঠিন পরিস্থিতিতে সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রোকৌশলী রবিউল্যাহ্ খান জানান,দারিদ্রোতার কষাঘাতে যারা জর্জড়িত ছিলো, তাদের আমরা ঘরে ঘরে নিত্যপন্য পৌঁছে দিয়েছি।কিন্তু সমাজের মানুষগড়ার কারিগর শিক্ষকদের নিয়ে কেউ ভাবেনি।তাই আমরা সাধ্যমত শিক্ষকদের পাশে দাঁড়িয়েছি।