Header Image

দায়িত্বশীলতার ব্রত নিয়ে কাজ করছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটি

নিজস্ব প্রতিবেদকঃ

অদম্য সাহসিকতায় দায়িত্বশীলতার ব্রত নিয়ে কাজ করছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। ২০১৭ সালে সংগঠনটির যাত্রা শুরু হয় । অপরাধ বিষয়ক সাংবাদিকদের সমন্বয়ে গঠিত সংগঠনটির নেতৃবৃন্দ রাজনৈতিক পক্ষপাতিত্বের বাইরে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । সম্প্রতি অর্থাৎ ৩ বছর পর যাচাই বাছাই শেষে সুযোগ্য হিসাবে বিবেচনা করে সৎ, দক্ষ ও সাহসীদের গুরুত্বপূর্ন পদে পুনর্বহাল ও পুননির্বাচিত করা হয় । প্রসঙ্গত, দেশের নিরাপত্তাবাহিনী ও গোয়েন্দাবাহিনী যেগুলো মিস করেন সেগুলো তথ্য দিয়ে সাহায্য, সহযোগিতা করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। সংগঠনটির লক্ষ্য হচ্ছে সঠিক সংবাদ উপস্থাপনের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ, ক্রাইম রিপোর্টারদের স্বাধীনতা ও তাদের নিরাপত্তায় পেশাগত জায়গায় ঐক্যবদ্ধ রাখা, সাংবাদিকদের নামে মিথ্যা মামলা, নির্যাতনের প্রতিবাদ অর্থাৎ স্বাধীনভাবে অপরাধ বিষয়ক সাংবাদিকতা করতে। সাহস করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি নিয়ে রিপোর্ট করতে রিপোর্টারদের সার্বিক সহযোগীতা করছে সংগঠনটি ।এক্ষেত্রে দায়িত্বশীল ভুমিকা পালন করছে সংগঠনটির নেতৃবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!