
আরিফ রববানীঃ
করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, লকডাউন বাস্তবায়ন,ত্রাণ কার্যক্রম এর সুষ্ঠু তদারকি ও ব্যবস্থাপনা এবং বাজার মনিটরিং এর মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে ঝুঁকি নিয়ে দিন-রাত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করছে ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। এই নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানের কর্মতৎপরতা বিষয়ক এক মতবিনিময় সভা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসনের নির্দেশনায় করোনা পরিস্থিতি মোকাবেলায় এপ্রিল ও মে গত দুই মাসে সুষ্ঠ তদারকির মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক এবং কার্যকর অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার স্বীকৃতি হিসেবে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আজিজুল হক খান মামুন -কে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। এসময় জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।