Header Image

গৌরীপুরে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে ৪২৬০০ টাকা জরিমানা।

 

আরিফ রববানীঃ ময়মনসিংহে করোনা সংক্রমণ পরিস্থিতি দিন দিন বিপদজনক হয়ে উঠছে। ফলে ময়মনসিংহ জেলাকে পুনরায় লক ডাউন ঘোষণা করা সহ সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন জেলা প্রশাসক মিজানুর রহমান ।নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দোকান ছাড়া বাকী সব দোকানই সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ দেন তিনি। একই সাথে পথচারিদের কে নিরাপদ দূরত্ব এবং সুরক্ষা সামগ্রী নিয়ে বাইরে বের হওয়ারও নির্দেশ দেওয়া হয়।নিত্য প্রয়োজনীয় দোকানপাট সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত খুলে রাখতে বলা হয়।কিন্তুু গৌরীপুর উপজেলাতে নতুন করে দেওয়া লক ডাউনের বিধি নিষেধ অনেক জায়গাতেই মানা হচ্ছিল না।তাই এলাকাবাসীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গৌরীপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে ১৯মে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদরের পৌর এলাকা গৌরিপুর উপজেলার মধ্য বাজার, উত্তর বাজার সহ অন্যান্য স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে সরকারি নির্দেশ অমান্য করে ৪ টি কাপড়ের দোকান, ১টি সাইকেলের দোকান, ১ টি অলংকারসহ অন্যান্য পণ্যর দোকান, ১ টি ফ্রিজের দোকান, ১ টি জুতার দোকান এবং প্রয়োজন ব্যতিত অযথা ঘুরাঘুরি করার জন্য ১ পথচারী সহ মোট ৮ জন ব্যবসায়ী ও ১ জন পথচারী সহ মোট ৯ টি মামলায় ৪২৬০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে ঈদের আগ পর্যন্ত সকল দোকানপাট, শপিংমল ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর বেঁচাকেনা করার জন্য সকলকে নির্দেশ প্রদান করা হয়।

এ বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন যে, আজ গৌরীপুর উপজেলার পৌরশহরের মধ্য বাজারে ও উত্তর বাজারসহ বেশ কয়েকটি বাজারে মোবাইল কোর্ট করলাম। ব্যাবসায়ী ও একজন পথচারীসহ ৯জনকে ৯টি মামলায় ৪২৬০০ টাকা জারিমানা করা হয়েছে।পথচারী বিনা প্রয়োজনে মাস্ক ও গ্লাভস ছাড়া ঘুরছিল। তিনি বলেন-জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যহত রেখে করোনা সংক্রমণ রোধে আমাদের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম চলবে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন যে, আপনারা সবাই লক ডাউনের নিয়ম মেনে চলুন।সবাই ঘরে থেকে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে নিজেরা সুস্থ থাকুন আর অন্যদেরও সুস্থ রাখতে সাহায্য করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!