রুবেল মাহমুদঃ
কুমিল্লা দুই আসনের সংসদ সদস্য সেলিনা আহমেদ মেরি’র নির্দেশ ক্রমে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব শাহিনুল ইসলাম সোহেল সিকদার এর অনুপ্রেরণায় এবং মালয়েশিয়া প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী নাছির সরকারের আয়োজনে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গত ১৭ই মে তিতাস উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন গৌরীপুর হোমনা সড়কে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইতিপূর্বে দফায় দফায় তিন তিন বার এই ইফতার বিতরণ করা হয়েছে বলে জানান এলাকাবাসী। এবং এলাকাবাসী আরো জানান নাসির সরকার সেই এলাকায় প্রায় চার শতাধিক পরিবারকে ছয়শত টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। উপজেলার কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের যুব সমাজের সহযোগীতায় ট্রাক, পিকাপ, রিকশা ভ্যান সিএনজি সহ পথ যাত্রীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।