আরিফ রববানীঃ
ময়মনসিংহে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণকে সচেতন করতে জোর তৎপরতা চালাচ্ছেন জেলা প্রশাসক মিজানুর রহমান। তার নির্দেশনায় প্রতিদিনই জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গন বিভিন্ন হাট,বাজার মনিটরিং সহ করোনায় মানুষকে সচেতন করে যাচ্ছেন। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি রক্ষায় ইতিমধ্যেই গত ১৮ই মে সোমবার থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক। তবে নিত্য নিত্যপ্রয়োজনীয় পন্যের দোকান রাখার বিষয়ে স্বাস্থ্য বিধি মেনে ক্রয় বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়।তবে ঈদকে সামনে রেখে উপচেপড়া ভীড় পরিলক্ষিত হওয়ায় করোনাভাইরাসের সংক্রমন প্রতিরোধে জেলা প্রশাসনের নির্দশনায়, সেনাবাহিনী সদস্য ও জেলা পুলিশের সহযোগীতায় নিত্যদিনই অভিযান চালানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় ১৯ মে মঙ্গলবার জেলা প্রশাসক মিজানুর রহমানের নির্দপশনায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফৌজিয়া নাজনীন সকাল ১০ টা থেকে ২টা পর্যন্ত কাচারি ঘাট বাজার, দুর্গাবাড়ি, ছোট বাজার, বড় বাজার, স্বদেশী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসব বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য মঙ্গলবারের বাজার দর এর সাথে ঠিক আছে কিনা মনিটরিং করা হয় এবং জনগনকে সামাজিক দুরত্ত বজায় রাখার নির্দেশনা প্রদান করা হয়।এদিকে জেলা পুলিশের নির্দেশনায় ১ নং ফাঁড়ির পুলিশ সদস্যবৃন্দ দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। বিশেষ করে গাঙ্গীনার পাড় ও ষ্টেশন রোডে দোকানপাট ও শপিংমল বেশী থাকার কারনে ক্রেতা সাধারনের ভীড় বেশী। ফলে জেলাপ্রশাসন ও পুলিশ প্রশাসনের দায়ীত্বও বেড়ে গেছে অনেক।এক্ষত্রে শুরু থেকে সশস্ত্র বাহীনির সদস্যবৃন্দ সার্বিক সহযোগীতা করে যাচ্ছে।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান-জনস্বার্থে আমাদের এই অভিযান চলমান থাকবে। অভিযানের সফলতার লক্ষে তিনি সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।