
মোঃআল-আমিন গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীর ঐতিহ্যবাহি সামাজিক সংগঠন জনকল্যাণ ফাউন্ডেশনের আহবায়ক ও বিশিষ্ট শিল্পপতি রবিউল্লাহ খান ও ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর পুত্র সাইদুর রহমান সুমন।সুমন বলেন, ঐ নিউজ প্রোটালের সংবাদে আমার সংক্রান্ত সংশ্লিষ্টতা না থাকলেও আমার অনুমতি ছাড়াই আমার ছবি ব্যবহার করা হয়েছে।যা আমার সামাজিক সম্মানের ক্ষুন্ন হয়েছে।
প্রচারিত অসদ্য বানোয়াট ও কাল্পনিক তথ্য নির্ভর তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন,একটি অনলাইন নিউজ প্রোটাল গত ১৮ ই মে (সোমবার) আমাকে নিয়ে অসত্য ,বানোয়াট ও কাল্পনিক তথ্য প্রচার করেছে।যা আমার ব্যক্তিগত ও সামাজিকভাবে সমাজে হেয় প্রতিপন্ন করেছে।ছোট থেকেই ভালোভাবে পড়াশোনা করে প্রকৌশলী হয়েছি।এরপর গার্মেন্টস ব্যবসা শুরু করি।সাফল্যের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি।পাশাপাশি ২০১৩ সালে প্রতিষ্ঠা করি জনকল্যাণ ফাউন্ডেশন নামে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন।এই সংগঠনের মাধ্যমে সমাজের খেঁটে খাওয়া গরীব দুঃখি মানুষের মাঝে সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দেই।ঈদসহ দেশের যেকোন ক্রান্তিকালে, প্রাকৃতিক দুর্যোগেও সাধারন মানুষকে সহোযোগিতা করেছি।
তিনি আরও বলেন,টংগী থানা আওয়ামী সাধারণ সম্পাদক রজব ভাই এর হাত ধরে তার বড় ভাই ৯০ দশকে মরহুম হারুন অর রশীদ খান আওয়ামী লীগের রাজনীতি করে। তার ই ধারাবাহিকতা আমি রবিউল্লাহ খান আওয়ামী রাজনীতি শুরু করি।ব্যক্তিগতভাবেই আমি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করতাম।যখন থেকেই সামর্থ হয়েছে ১৫ই আগষ্টে কোরআন খানি ও মেজবান করে দুস্থদের মাঝে খাবার বিতরন করি আসছি।স্থানীয় আওয়ামিলীগের নেতাকর্মী ও সাধারন জনগনই তার সাক্ষি।
জনগন,পরিবার ও স্থানীয় আওয়ামিলীগের নেতাকর্মীদের অনুরোধে কর্মী হিসেবে বহু বছর ধরে মাঠে কাজ করে আসছি।ব্যবসা দেখাশোনার পাশাপাশি রাজনৈতিক মাঠে যতটুকু পেরেছি সময় দিয়েছি।কোনসময় পদপদবির জন্য তদবির বা কাজ করিনি।কাজ করেছি দলের জন্য।গত নির্বাচনে শিলমুন কেন্দ্রে নৌকার দায়িত্ব পাই ও সফলভাবে নৌকার বিজয় নিশ্চিত করি।এ বিষয়টি মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি মহোদয় ও গাজীপুরের জনপ্রিয় কর্মী বান্ধব নেতা, গাজীপুর মহানগরের আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি কাকাও জানেন।
তিনি আরও বলেন,আমি কোনভাবেই বিতর্কিত কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী ছিলাম না।এমন প্রমান কেউ দেখাতে পারবে না।
করোনা সঙ্কটে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মোতাবেক আমি ৪৭ নং ওয়ার্ডে নিজস্ব অর্থায়নে ব্যবপক ত্রাণকার্যক্রম চালিয়েছি।যেটি এখনও চলমান।যে কেউ এই ওয়ার্ডে আসলে বিষয়টি জানতে পারবেন।
গাজীপুর সিটিকর্পোরেশনের ৪৭ ওয়ার্ডে মমতাময়ি মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান বিতরন করে সিটি কর্পোরেশনের লোকজন।এতে আমি শুধু পর্যবেক্ষণ করি।প্রধানমন্ত্রীর ত্রানকার্যক্রম যেকেউ পর্যবেক্ষণ করতে পারে। পর্যবেক্ষনের একটি ছবি দিয়ে আমাকে বিতর্কিত দল জামাতের লোক বলে নিউজ করে, যা ভিত্তিহীন ও বানোয়াট।
আমার ভালো কাজের ঈর্ষান্বীত হয়ে একটি কুচক্রী মহল আমার গতী রোধ করতে উঠেপড়ে লেগেছে।ভবিষ্যতে এমন অপপ্রচার জনগণ প্রতিহত করবে ও আমি আইনের আশ্রয় নিবো।
ভবিষ্যতে যেকোন ধরনের অপপ্রচার জনগণ প্রতিহত করবে এবং তিনি আইনের আশ্রয় নিবেন বলেও জানান।