স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা গ্রামে প্রানঘাতী করোনা ভাইরাসের কারণে ক্ষুধা ও দাারিদ্রতার কষাঘাতে পিষ্ট এখন জনজীবন। দীর্ঘদিন ধরে মানুষ ঘর বন্ধি হয়ে আছে। সেই সাথে বন্ধ হয়ে আছে দিন মজুরের কাজ, অর্ধাহারে অনাহারে কাটছে মেহনতি মানুষের জিবন। তাই সেই সব মানুষের মুখে একটু হাসি ফোটাতে পাশে দাঁড়ালেন সৌদি প্রবাসী ও বর্তমান বালু ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন (আনারুল) ।
আজ ২০ মে রোজ বুধবার ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা গ্রামে হতদরিদ্রদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ উপহার উঠিয়ে দেন মোঃ আনোয়ার হোসেন (আনারুল)
করোনাভাইরাস এখন মহামারি আকার ধারণ করেছে। ছড়িয়ে পড়েছে দেশে দেশে। তাই করোনার কবল থেকে বাঁচতে হলে ঘরে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। যারা ঘরে বসে থাকে তাদের তিনবেলার আহার জুটবে কি করে? এ নিয়ে বেশ চিন্তিত নিম্ন আয়ের মানুষজন। এই সময় পাশে ধলা হত দরিদ্রদের পাশে দাঁড়ালেন আনোয়ার হোসেন আনারুল।
তিনি বলেন এক সময় আমি অনেক কষ্ট করে জীবন যাপন করেছি তাই গরিবদের কষ্ট কতটুকু আমার জানা আছে তাই করোনা ভাইরাসের সময় হতদরিদ্রের পাশে যদি আমি দাঁড়াতে পারি এটাই আমার স্বপ্ন পূরণ হবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছি আমি। প্রত্যেকটি প্যাকেটের ভিতর ১ কেজি পোলাওয়ের চাউল, ১ কেজি সবিন তেল, ১ কেজি লবণ, আধা কেজি ডাল, ১টি সাবান, ২ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, উপহার দেওয়া হয়।