Header Image

ত্রিশালে কর্মহীন গরীবদের ঘরে-ঘরে ঈদ সামগ্রী পৌছে দিচ্ছেন মেয়র আনিছ।

 

আরিফ রববানীঃ

ঈদ মানেই আনন্দ,ঈদ মানেই খুশী। চলমান করোনা পরিস্থিতিতে সরকারের নিয়মনীতি মেনে ঘরে থাকা কর্মহীনরা বঞ্চিত না হয় সে লক্ষে কর্মহীন এসব হতদরিদ্রদের জন্য খাদ্য সামগ্রী ও ঈদ উপহার পাঠিয়ে আরো একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন ত্রিশালের তরুণ রাজনীতিবিদ, আওয়ামী লীগ নেতা,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ত্রিশাল পৌরসভার দুইবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান (আনিছ)।

মাহে রমজানের ২০ত রোজার পর থেকেই নিরবে দিনভর নিত্যদিন পৌর এলাকায় ও উপজেলা বিভিন্ন এলাকার হতদরিদ্র কর্মহীন গরীব হত-দরিদ্র মানুষদের খোজ খবর নিয়ে প্রত্যেক পরিবারের জন্য এ খাদ্য ও ঈদ উপহার পাঠিয়ে যাচ্ছেন মেয়র আনিছ।

মেয়রব আনিছ বলেন, ত্রিশাল উপজেলার প্রতিটি মানষই অত্যন্ত কাছের। তাদের বিপদে পাশে থাকতে পারলে আমার কাছে আনন্দের মনে হয়। যদি কারো সমস্যা আমাকে জানায় তাদের সমস্যা শুনে আমি সেই মোতাবেক তাকে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করি এবং যতদিন করোনার প্রাদুর্ভাব থাকবে তাদের পাশে থাকবো। করোনা ছাড়াও সবসময় তাদের সমস্যা সমাধানে পাশে থাকবো।

উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সুয়েল মাহমুদ সুমন জানায়- করোনার কারণে কেউ যেন ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয় সে জন্য আমাদের ত্রিশাল পৌরসভার জনবান্ধব মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান (আনিছ) তার পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ঈদ উপহার পাঠাচ্ছেন। বিতরণকৃত সামগ্রির মধ্যে চাল ১৫কেজি,আলু৭ কেজি, ডাল ৩কেজি, তৈল ১কেজি,পেঁয়াজ২ কেজি,সেমাই,চিনি,নুডুলস, গরম মসলা বাদাম কিসমিস ইত্যাদি।
মেয়র বলেন- ঈদে যা লাগে আমি হয়তো সবকিছু দিতে পারিনি, তবে কিছুটা দেয়ার চেষ্টা করেছি এবং পরবর্তীতে তাদেরকে আরও কিছু সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!