
সাইফুল ইসলাম তরফদার,
করোনা ভাইরাসের
সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে বন্ধ রয়েছে সব ধরনের ব্যবসা, বানিজ্য ও যোগাযোগ
ব্যবস্থা। স্থবির জনপদে গৃহবন্দী কর্মহীন হয়ে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন
নিম্ন আয়ের মানুষ। কোনোমতে দিনযাপন করছেন তারা। এমন অবস্থায়’মানুষ
মানুষের জন্য’ এই মানবিক মূল্যবোধকে ধারন করে কর্মহীনদের পাশে
দাঁড়িয়েছেন পল্লীবন্ধু,র আদর্শে গড়া ফুলবাড়ীয়া উপজেলার কৃতি সন্তান,
জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক
বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল। নিজ উদ্যোগে অসহায় এসব মানুষের
পাশে দাঁড়ানোর চেষ্টায় তিনি নিময়িত খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন গরীব
হত-দরিদ্র অসহায়দের ঘরে-ঘরে। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার বিকালে
ফুলবাড়ীয়া পৌর সদরের পশ্চিম বাজারে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এই
মানবিক নেতার নিজ উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে দুই শতাধিক পরিবারে
খাদ্য সহায়তা বিতরণ করেন। ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় পার্টীর পক্ষে, উপজেলা
জাতীয় পার্টীর যুগ্ন আহŸায়ক মোস্তাফিজুর রহমান বিএসসি, মাও: আশরাফ
আলী, রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক পার্টী নেতা তোফাজ্জল হোসেন, নাসরিদ
ইসমাইল, কারুজ্জামান মামুন, মাহফিজুর রহমান বাবুলের ভাতিজা ইঞ্জি: আকাশ,
মো: সেলিম, পলক মন্ডল প্রমূখ। চাউল, ডাউল, সেমাই, আলু, চিনি, পেয়াজ ও তৈল
সাত প্রকার মিলিয়ে প্যাকেটগুলো বিতরণ করা হয়।