Header Image

সোনারগাঁয়ের মানুষকে নিরাপদে রাখতে দিনরাত মাঠে ওসি মনির।

 

আরিফ রববানীঃ

মহামারী করোনা ভাইরাসের
সংক্রমণ প্রতিরোধে প্রশাসন ও রাজনৈতিক- সামজিক ব্যক্তবগরা যার যার অবস্থান থেকে মানুষের মাঝে করোনার ভয়াবহ থাবা সম্পর্কে অবগত করতে জনসচেতনতা ও কর্মহীন অভাবীদের খাদ্য সহায়তায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। পিছিয়ে নেই নারায়নগঞ্জের সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান (মনির)। সোনারগাঁ থানা এলাকাকে করোনা মুক্ত রাখাসহ চলমান সময়ে জনগণকে জানমালের নিরাপত্তা দিতে ওসি মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে করোনা মোকাবেলায় এবং মাদক,ছিনতাই,সন্ত্রাস চাদাঁবাজসহ বিভিন্ন অপরাধ নির্মুলে দিনরাত নিরলসভাবে বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন।

তিনি করোনা ভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী যে ৩১দফা ঘোষণা করেছেন তা বাস্তবায়নে জনসচেতনতা মূলক মাইকিং লিফলেটসহ বিভিন্ন প্রচার প্রচারণা নিয়মিত অব্যাহত রাখছেন।
সোনারগাঁ থানা ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত থানা এলাকায় পুলিশের একার পক্ষে করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব নয় তাই তিনি সাংবাদিক,সমাজের সকল সচেতন মহলের সহযোগিতা কামনা করছেন । প্রতিদিন সোনারগাঁ থানার বিভিন্ন হাট-বাজার রাস্তা-ঘাট পুলিশ সদস্য নিয়োজিত রেখে তিনি নিজে উপস্থিত থেকে মানুষকে ঘরে থাকার পরামর্শ দিয়ে যাচ্ছেন।এছাড়াও বর্তমান পরিস্থিতিতে তিনি সোনারগাঁ থানার আইন-শৃঙ্খলা শান্তিপূর্ণ রাখতে সজাগ দৃষ্টি রাখছেন।
অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মনির এর বিভিন্ন সামাজিক সচেতনতামূলক ও দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণকর কর্মকাণ্ডে সোনারগাঁবাসি খুশীতে ওসি মনির নেতৃত্বাধীন প্রতি সন্তুষ্টি ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন।

ওসি মনিরুজ্জামান মনির বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জাহিদুল আলম পিপিএম (বার) এর নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম এর দিক নির্দেশনায় সোনারগাঁ থানা এলাকায় সর্বাদিক তদারকি চালিয়ে যাচ্ছি। সরকারি নির্দেশনায় লকডাউন নিশ্চিত করতে রাস্তায় নেমেছে সোনারগাঁ থানা পুলিশ। কখনো নিজেদের উদ্যোগে রাতের আধাঁরে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করছে পুলিশ,আবার কখনো ত্রাণ সামগ্রী বিতরনে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে সহযোগীতা করছে থানা পুলিশ।

করোনায় আক্রান্ত কোন রোগী যখন নিজেদের পরিবার ও সমাজের মানুষের কাছে অবহেলিত তখন পুলিশই তাদের জীবন বাজি রেখে আক্রান্তদেরকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন।
এমনকি করোনা আক্রান্ত কোন রোগী মারা গেলে পুলিশকেই তার জানাজার ব্যাবস্থা করা এমনকি দাফনের ব্যবস্থাও করছেন পুলিশ সদস্যরা।
এ পর্যন্ত দায়িত্ব পালন করতে গিয়ে করোনা যুদ্ধে সোনারগাঁ থানা পুলিশের ১ সদস্য করোনায় আক্রান্ত হয়।পরে চিকিৎসা নিয়ে সেরে উঠেন, তবুও ভীত নয় সোনারগাঁ থানা পুলিশ। ঝুকি নিয়েই চালিয়ে যাচ্ছে কর্মকাণ্ড।

এদিকে সামনে পবিত্র ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে পুলিশকে অাইনশৃংখলা রক্ষার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে হচ্ছে। ওসি মনিরুজ্জামান নিজে মহাসড়কের মেঘনা এলাকায় চেক পোস্ট বসিয়ে প্রতিটি গাড়ি তল্লাশি, জরুরি সেবার আওতার বাইরে থাকা ঢাকাগামী কোন গাড়ি যেতে বা আসতে দেয়নি করোনা পরিস্থিতি মোকাবেলায়।
এছাড়াও মোটরসাইকেলে একজনের বেশি না বসা, বাইরে অযথা ঘোরাঘুরি না করে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়। অপরদিকে,ব্যক্তিগত গাড়ি চালক ও সড়কে চলাচলকারীদের উপযুক্ত কারণ ছাড়া ঢাকার দিকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।করছেন সেই সাথে ঢাকা থেকে যেকোনো স্থানে যাত্রী যেতে দেয়া হচ্ছে না ও ঢাকায় আসতেও দেয়া হচ্ছে না। সেই সাথে অসহায় দুস্থদের মাঝে ত্রাণ পৌঁছে দেয়া হচ্ছে। প্রতিটি এলাকায় জনসচেতনতা মূলক মাইকিং করে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশনা পাশাপাশি তাদেরকে স্বাস্থ্য বিধি অনুযায়ী পরামর্শ দেয়া সহ মহামারী করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সরকারী নিয়মনীতি মপনে সবাইকে ঘরে থেকে নিরাপদে থাকতে অনুরোধ জানিয়ে যাচ্ছেন সোনারগাঁও এর মানবিক ওসি মনিরুজ্জামান মনির।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!