মোঃআল-আমিন,গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীর সিলমুন এলাকায় কোকাকোলার অর্থায়নে আহসানিয়া মিশনের আয়োজনে করোনায় গৃহবন্দী এক হাজার পরিবারের মাঝে একমাসের খাদ্যপন্য বিতরন করা হয়েছে।এসময় কর্মহীন প্রতিটি পরিবারকে দেয়া হয় বিশ দিনের খাদ্য সহায়তা।
শিল্পপতি রবিউল্লাহ খানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি,গাজীপুর সিটিকর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম,স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাদেক আলী ও টঙ্গী থানা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক রজব আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন,কোকাকোলা বাংলাদেশের সেলস ম্যানেজার উপস্থিত ছিলেন মাহমুবুল হাসান, কেয়ার বাংলাদেশের কান্ট্রীডিরেক্টর মাওয়াসা,আহছানিয়া মিশনের জাহাঙ্গীর আলম ও ছাত্র লীগ নেতা নিফিস নিহাল অর্নব।
এসময় বক্তারা সামাজিক দূরত্ব বজায় ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়ে গুরুত্বআরপ করেন।