আরিফ রববানীঃ
চলমান মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধি রক্ষায় সকল কার্যক্রম বন্ধ হওয়ায় কর্মহীন হয়ে পড়েছে সকল পেশাশ্রেণীর মানুষ।দেশের ধর্মীয় প্রতিষ্ঠান কওমী মাদ্রাসাগুলোও বন্ধ থাকায় মানবেতর দিন কাটাচ্ছে মাদ্রাসা শিক্ষকরা। এই পরিস্থিতিতে কওমী মাদ্রাসা শিক্ষকদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী,মানবতার ফেরিওয়ালা দেশরত্ন শেখ হাসিনা আর্থিক অনুদান প্রদান করেন। প্রধানমন্ত্রীর এই সহায়তা ময়মনসিংহ জেলার কওমি শিক্ষকদের হাতে তুলে দেন স্বচ্ছ ও দুর্ণীতিমুক্ত জনপ্রশাসন গড়ার কারিগর ময়মনসিংহের মানবিক জেলা প্রশাসক মিজানুর রহমান।
২০শে মে বুধবার পবিত্র রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ময়মনসিংহ জেলার ৪৫৮টি কওমী মাদ্রাসার দুঃস্থ ও এতিম শিক্ষার্থীদের মাঝে বরাদ্দকৃত ৬৩,৭৫,০০০/- ( তেষট্টি লক্ষ পঁচাত্তর হাজার) টাকা ১৩টি উপজেলার কওমি মাদ্রাসার প্রধানদের মাঝে বিতরণ কার্যক্রমের উদ্ভোধনের অংশ হিসেবে সদর উপজেলার কয়েকটি মাদ্রাসার প্রধানগণের নিকট চেক বিতরণ করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। এসময় দেশ ও জাতির মঙ্গল এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। চেক বিতরন কর্মসূচিতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ ও ময়মনসিংহ সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা উপস্থিত ছিলেন।